সরকারি দফতরে পৌনে ৪ লাখ শূন্য পদ পূরণে চিঠি ইস্যু
৭ সেপ্টেম্বর ২০২১ ১৪:১২ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২১ ১৫:৫৬
ঢাকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, পরিদফতর, দফতর, সংস্থাসহ সরকারি প্রতিষ্ঠানে বর্তমানে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৩টি। করোনাভাইরাস সংক্রমণের কারণে এই শূন্য পদের সংখ্যা বেড়েছে। এসব শূন্য পদ দ্রুত পূরণ করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি ইস্যু করা হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ এর সংলাপে তিনি এসব কথা বলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকারি অফিসগুলোতে শূন্য পদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ এবং এর অধীন সংস্থাগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশন কর্তৃক বিসিএসের মাধ্যমে ক্যাডার, নন-ক্যাডার এবং ১০ থেকে ১৩ গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে। ১৪ থেকে ২০ গ্রেডের পদে নিজ নিজ মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও সংস্থার নিয়োগবিধি অনুযায়ী সংশ্লিষ্ট দফতর, মন্ত্রণালয় জনবল নিয়োগ করে থাকে। দ্রুত নিয়োগ কার্যক্রম শেষ করতে সকল মন্ত্রণালয়, দফতর ও সংস্থাকে গত ২ সেপ্টেম্বর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, বর্তমানে একাধিক কমিটি গঠনের মাধ্যমে ১৬ থেকে ২০তম গ্রেডে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।
মন্ত্রী বলেন, করোনাকালীন সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় সরকারি চাকরি প্রার্থীদের বয়স শিথিল করা হয়েছে। ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত যাদের বয়স ত্রিশ ছিল তাদের চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, চলমান করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় জুনিয়র কনসালটেন্ট পদে ১০০টি, সহকারী সার্জন পদে ৬ হাজার, সিনিয়র স্টাফ নার্স ১০ হাজার, মেডিকেল টেকনোলজিস্ট ১২০০, মেডিকেল টেকনিশিয়ান ১৬৫০টি এবং কার্ডিওগ্রাফারসহ মোট ১৯ হাজার ১০০টি পদ তৈরিতে সম্মতি দিয়েছে।
তিনি আরও বলেন, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়, দফতরে ১ লাখ ৪০ হাজার ৮৬০ টি পদ তৈরি, নিয়োগের জন্য ৭ হাজার ৯৪৮টি পদে ছাড়পত্র দেওয়ার পাশাপাশি ৪৮ হাজার ৫১০টি পদ বিলোপ করার জন্য সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসনের ভবিষ্যত লক্ষ্য দক্ষ জনপ্রশাসন গড়ে তোলা উল্লেখ করে তিনি বলেন, দেশি-বিদেশি প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষ হিসেবে গড়ে তোলা হবে। ভালো কাজের মূল্যায়ন করা হচ্ছে, সেজন্য জনপ্রশাসন পদক দেওয়া হচ্ছে। আবার খারাপ কাজ করে শৃঙ্খলা ভঙ্গ করে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হচ্ছে।
সারাবাংলা/জেআর/এসএসএ