Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজারো মশালে ‘অপশক্তি হটিয়ে’ সিআরবি রক্ষার প্রত্যয়

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২১ ২২:০৯ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২১ ০৯:৪৫

চট্টগ্রাম ব্যুরো: মশাল মিছিলের মধ্য দিয়ে চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সিআরবি রক্ষার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা। ছাত্র, যুবক, কবি-সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী- সম্মিলিতভাবে হাজারো মশাল নিয়ে প্রদক্ষিণ করেছেন চট্টগ্রাম শহরের রাজপথ। এ সময় সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে স্লোগানে-স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

বিজ্ঞাপন

সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিআরবির সাত রাস্তার মোড়ে মশাল মিছিলের উদ্বোধন করেন নাগরিক সমাজ, চট্টগ্রামের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. অনুপম সেন।

এ সময় তিনি বলেন, ‘সিআরবিকে চট্টগ্রামবাসীর কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করে এখানে বাণিজ্যিক স্থাপনা করতে দেওয়া হবে না। যারা এ আন্দোলনের বিরোধিতা করছেন, তারা গুটিকয়েক সুবিধাভোগী। তারা এ মাটি ও মানুষের নয়, শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলে ব্যস্ত থাকেন সবসময়। আমরা আজ এ মশাল মিছিলের মাধ্যমে তাদের কাছে বার্তা পৌঁছাতে চাই- আপনাদের চোখ রাঙানিকে আমরা ভয় করি না। প্রয়োজনে জীবন দেব, তবু সিআরবি আপনাদের হাতে তুলে দেব না।’

প্রতিবাদ কর্মসূচিতে আরও বক্তব্য দেন- নাগরিক সমাজ, চট্টগ্রামের সদস্য সচিব ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ন্যাপ নেতা মিটুল দাশগুপ্ত, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সংস্কৃতিকর্মী স্বপন মজুমদার, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, চবি শিক্ষক হোসাইন কবির।

এছাড়া বিকেল থেকে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে সাবেক ছাত্রলীগ নেতা মো. শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ নেতা রাশেদ খান মেনন, সাবেক ছাত্রলীগ নেতা শিবু দাশ গুপ্ত, নূরুল আজিম রণি, রাশেদুল আলম রাশেদ, নারীনেত্রী হাসিনা আক্তার টুনু, আর কে দাশ রুবেল, জেনিফার আলম, কবি মিনু মিত্র, মিজানুর রহমান, হুমায়ূন কবীর মাসুদ, তোফাজ্জল হোসেন জিকু, মাহামুদুল করিম, আনোয়ার হোসেন পলাশ, মায়মুন উদ্দিন মামুন বক্তৃতা করেন।

বিজ্ঞাপন

সন্ধ্যায় সিআরবি থেকে বের হওয়া মশাল মিছিল নগরীর কাজির দেউড়ির মোড় হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

সারাবাংলা/আরডি/পিটিএম

টপ নিউজ মশাল মিছিল সিআরবি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর