জনগণকে বিভ্রান্ত না করতে জাফরুল্লাহকে অনুরোধ ফখরুলের
৬ সেপ্টেম্বর ২০২১ ১৮:২৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২১ ২০:৩০
ঠাকুরগাঁও: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে উদ্দেশ্যে করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উনার বয়স হয়েছে, উনি উল্টোপাল্টা কথা বলতেই পারেন।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জনগণকে বিভ্রান্ত না করার অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানই হচ্ছে বিএনপির নেতা। তারেক রহমানই বিএনপিকে সুসংগঠিত করছেন। পুরো দল তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন সম্পর্কে বাংলাদেশের মানুষের আস্থা একেবারেই চলে গেছে। জাতীয় সংসদ নির্বাচনেও ভোটার উপস্থিত ছিল না। স্থানীয় সরকার নির্বাচনেও ভোটারদের উপস্থিতি নেই। এক্ষেত্রে যে নির্বাচন কমিশন আছে, সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সরকার চায় না এদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক।
জিয়াউর রহমানের মাজার সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার যদি কখনও সরিয়ে নিতে চায়, জনগণ তা প্রতিহত করবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল আমীন ও অর্থসম্পাদক শরিফ আহম্মেদসহ জেলার নেতাকর্মীরা।
সারাবাংলা/এএম