Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দরে আরটি-পিসিআর টেস্টের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২১ ১৪:২৯ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২১ ১৪:৩১

ঢাকা: দেশের তিন বিমানবন্দরে জরুরিভিত্তিতে করোনা সংক্রমণ শনাক্তকরণের আরটি-পিসিআর টেস্ট চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর মাধ্যমে, বিদেশগামীরা চার থেকে ছয় ঘণ্টার মধ্যে করোনা সংক্রমণের ব্যাপারে নিশ্চিত হতে পারবেন।

সোমবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এ ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যত দ্রুত সম্ভব বিমানবন্দরে আরটি-পিসিআর টেস্ট চালু করতে সিভিল এভিয়েশনসহ সংশ্লিষ্টরা অচিরেই কাজ শুরু করবেন।

মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিব গণমাধ্যমকে জানান, কয়েকটি দেশ ফ্লাইটে ওঠার ৮ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার ব্যাপারে বাধ্যবাধকতা আরোপ করেছে। তারপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল।

তিনি আরও বলেন, ‘ভেরি কুইকলি দুই-তিন দিনের মধ্যে এয়ারপোর্টেই টেস্টিং ফ্যাসিলিটিজ তৈরি করা হবে। অন্যান্য দেশেও যেরকম রয়েছে। এর ফলে, ফ্লাই করার চার ঘণ্টার মধ্যে করোনা টেস্ট করাতে পারবেন যাত্রীরা।’

সারাবাংরা/এএইচএইচ/একেএম

আরটি-পিসিআর পরীক্ষা করোনা পরীক্ষা টপ নিউজ মন্ত্রিপরিষদ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর