Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রিসভায় ৩ আইনের খসড়া অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২১ ১২:২৮ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২১ ১৫:৩৯

ঢাকা: মন্ত্রিসভার বৈঠকে তিন আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) এই অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুমোদন পাওয়া খসড়া আইনগুলো হলো সরকারি ঋণ আইন, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) সংশোধন আইন-২০২১ ও বাংলাদেশ পুলিশ অধীন্যস্ত কর্মচারী (কল্যাণ তহবিল) আইন।

এ ছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পাদিত সামরিক প্রশিক্ষণ ও শিক্ষা সহযোগিতা সংক্রান্ত চুক্তির খসড়া (ভূতাপেক্ষ) অনুমোদন দেওয়া হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/একে

খসড়া আইন টপ নিউজ মন্ত্রিসভার বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর