অস্ট্রিয়ার ভিয়েনায় গেলেন স্পিকার ড. শিরীন শারমিন
৫ সেপ্টেম্বর ২০২১ ২৩:৩০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২১ ২৩:৩২
ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য উইমেন স্পিকার্স অব পার্লামেন্টের ১৩তম সামিট ‘স্পিকার্স অব পার্লামেন্ট’র পঞ্চম কনফারেন্স এবং কাউন্টার টেররিজম’র প্রথম বৈশ্বিক সংসদীয় সামিটে অংশ নিতে ঢাকা ছেড়েছেন। রোববার (৫ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার ভিয়েনার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) উদ্যোগে এবং জাতিসংঘ ও অস্ট্রিয়ান পার্লামেন্টের সহযোগিতায় ৬ থেকে ৮ সেপ্টেম্বর অস্ট্রিয়ার ভিয়েনায় সামিট এবং কনফারেন্স অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির নেতৃত্বে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপি, রুমানা আলী এমপি এবং গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি সামিট ও কনফারেন্সগুলোতে অংশ নেবেন।
স্পিকারসহ সংসদীয় প্রতিনিধিদলকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম