Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবার আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মোনতাকিম আশরাফ

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২১ ২১:৩৭

ঢাকা: কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে সাবেক এমপি অধ্যাপক আলী আশরাফের ছেলে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটুসহ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫ জন।

রোববার (৫ সেপ্টেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপ-নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাবেক এমপি প্রয়াত অধ্যাপক আলী আশরাফের ছেলে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এফবিসিসিআই’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু।

বিজ্ঞাপন

পরে তিনি সাংবাদিকদের সামনে বলেন, কুমিল্লা-৭ আসনের সকল মানুষ ও নেতাকর্মীরা আমাকে সর্মথন করেছে। আমাকে যদি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নৌকার মাঝি হিসেবে মনোনীত করেন তাহলে নির্বাচন করবো। বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করে আমার বাবার রেখে যাওয়া কাজগুলো করে কুমিল্লা-৭আসনকে একটি মডেল জেলা হিসেবে রূপান্তরিত করব।’

তিনি বলেন, ‘কুমিল্লাবাসী আমাকে চায়, সকলে আমার পক্ষে আছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি নৌকাকে বিজয়ী করতে পারব এবং আমি মনোনয়ন পাওয়ার শতভাগ আশাবাদী। যদি আমাকে মনোনয়ন না দেওয়া হয় এবং যাকে দেবে তার পক্ষে নৌকার পক্ষে কাজ করব।’

কুমিল্লা-৭ আসন নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি গতকাল ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে চলবে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত। সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবে প্রার্থীরা।

মনোনয়ন পত্র সংগ্রহকারীরা হলেন কুমিল্লা জেলা উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. প্রাণ গোপাল দত্ত, সদস্য মো. জাকির হোসেন, কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. শাহজালাল মিঞা, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মুজিবুর রহমান।

বিজ্ঞাপন

কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচন, ছাড়াও যেসকল নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে, রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ, নরসিংদী সদর উপজেলা, নেত্রকোনা জেলার খালিয়াজুরি, চাঁদপুর জেলার শাহরাপ্তি, যশোর সদর উপজেলা, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, বাগেরহাট জেলার কচুয়া, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন।

বাংলাদেশ আওয়ামী লীগ ‘বাংলাদেশ নির্বাচন কমিশন’ ঘোষিত বিভিন্ন শূন্যপদের নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের বিতরণ শুরু হয় শনিবার থেকে। ৪ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর ২০২১ (সকাল ১১টা থেকে বিকেল ৫টা) পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করা যাবে। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছিল।

সারাবাংলা/একে

উপনির্বাচন মনোনয়ন ফরম মোনতাকিম আশরাফ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর