৭ হাজার পয়েন্টের নতুন উচ্চতায় ডিএসই’র প্রধান সূচক
৫ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪৬ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২১ ২২:০০
ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকসহ সব কয়টি সূচক ও বাজার মূলধন নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) পুঁজিবাজারে সূচক ও বাজার মূলধনে নতুন রেকর্ড হয়েছে। এদিন ডিএসই‘র প্রধান সূচক আগের দিনের তুলনায় ৭১ পয়েন্ট বেড়ে প্রথমবারের মতো সাত হাজার পয়েন্ট অতিক্রম করেছে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স ইনডেক্সটি ৪ হাজার ৫৫ পয়েন্টে যাত্রা শুরু করার পর এবারই প্রথমবারের মতো সাত হাজার পয়েন্টের ঘর অতিত্রম করল। সূচকের পাশাপাশি এদিন ডিএসই‘র বাজার মূলধনও রেকর্ড পরিমাণ উন্নীত হয়েছে। দিনশেষে ডিএসইর বাজার মূলধন প্রথমবারের মতো ৫ কোটি ৬৯ লাখ ২৮ হাজার ৪৩৬ কোটিতে উন্নীত হয়।
রোববার ডিএসইতে ৩৭৫টি কোম্পানির ৭১ কোটি ৭৯ লাখ ২৪ হাজার ৬৩৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৮টির, কমেছে ১৩০টির এবং ৩৭টির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৮৬৮ কোটি ৩৭ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৪৭৪ কোটি ৩০ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭১ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৫২ পয়েন্টে উন্নীত হয়। ডিএসই শরিয়া সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৩৩ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫২৮ পয়েন্টে উন্নীত হয়। বর্তমানে সূচক তিনটিই পুঁজিবাজাজারের ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে অবস্থান করছে।
অন্যদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩২৭টি কোম্পানির ৩ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার ৩৫৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৮টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ৯৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৮৮ কোটি ৩০ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৩৫ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫৬৩ পয়েন্টে উন্নীত হয়।
সারাবাংলা/জিএস/পিটিএম