Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানকপুত্র সায়ামের ১০ম মৃত্যুবার্ষিকী সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২১ ১৮:২৩

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও সৈয়দা আরজুমান বানু নার্গিস দম্পতির একমাত্র প্রয়াতপুত্র সায়াম উর রহমান সায়ামের ১০ম মৃত্যুবার্ষিকী সোমবার (৬ সেপ্টেম্বর)।

করোনা মহামারির পরিস্থিতির কারণে সীমিত পরিসরে সায়ামের মৃত্যুবার্ষিকীতে সায়াম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

মরহুমের পিতা-মাতা জাহাঙ্গীর কবির নানক ও সৈয়দা আরজুমান বানু নার্গিস আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের স্ব স্ব অবস্থান থেকে প্রয়াত পুত্রের রুহের মাগফেরাত কামনা করার অনুরোধ জানিয়েছেন।

এছাড়াও বনানী কবরস্থান মসজিদে বাদ আসর মিলাদ দোয়া ও তবারক বিতরণসহ মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগর বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০১১ সালে কক্সবাজারের চকরিয়া উপজেলায় ডুলাহাজারা সাফারি পার্কের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন সায়াম। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, বোন, স্ত্রী ও একমাত্র কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সারাবাংলা/এনআর/পিটিএম

নানক পুত্র সায়াম-উর-রহমান সায়েম

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর