Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুবাইয়ে নারী পাচার: আজম খানের জামিন স্থগিতই থাকছে

স্টাফ করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২১ ১৫:০১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩১

ফাইল ছবি

ঢাকা: চাকরির প্রলোভন দেখিয়ে শত শত নারীকে দুবাইয়ের পাচারের অভিযোগে গ্রেফতার আজম খানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

রোববার (৫ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

এর আগে, গত ১৯ জুলাই আজম খানকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। পরে এ জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ২৭ জুলাই আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান ওই জামিনের ওপর স্থগিতাদেশ দিয়ে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ পাঠান। এর ধারাবাহিকতায় আবেদনটি আজ শুনানির জন্য ওঠে।

আজম খানকে সহযোগীসহ গ্রেফতারের পর গত বছরের ১২ জুলাই সংবাদ সম্মেলনে সিআইডির অর্গানাইজড ক্রাইম প্রধান ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেছিলেন, দুবাইতে মানবপাচার চক্রের গডফাদার আজমের বিলাসবহুল হোটেলের সন্ধান পেয়েছি। তিনি ফরচুন পার্ল হোটেল অ্যান্ড ড্যান্স ক্লাব, হোটেল রয়েল ফরচুন, হোটেল ফরচুন গ্রান্ড ও হোটেল সিটি টাওয়ারের অন্যতম মালিক। এর মধ্যে তিনটি ফোর স্টার, একটি থ্রি স্টার মানের। তিনি বাংলাদেশে অর্ধশত দালালের মাধ্যমে কিশোরী অথবা ২০-২২ বছরের মেয়েদের উচ্চ বেতনে কাজ দেওয়ার কথা বলে প্রলুব্ধ করতেন।

মেয়েদের সঙ্গে কথা বলার ফোন রেকর্ডের অডিও ক্লিপ এরইমধ্যে সিআইডি উদ্ধার করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজম স্বীকার করেছেন, গত ৮ বছরে তিনি হাজারেরও বেশি তরুণীকে দুবাই পাচার করেছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে সিআইডি বাদী হয়ে গত বছরের ২ জুলাই রাজধানীর লালবাগ থানায় একটি মামলা করে। একই বছরের ১৩ জুলাই এ বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন তিনি।

সারাবাংলা/কেআইএফ/একে

টপ নিউজ সিআইডি হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর