ঠাকুরগাঁওয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত
৫ সেপ্টেম্বর ২০২১ ১১:২৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২১ ১৫:০২
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
এ খবর নিশ্চিত করেছেন বালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী মুক্তি।
নিহতরা হলেন- পঞ্চগড় চাকলাহাট নেহালপাড়ার দাল উদ্দিনের ছেলে সাজ্জাদ (২৭) ও পঞ্চগড় চাকলাহাট সর্দার পাড়ার হামিদুল হকের ছেলে শাকিল (২২)। এ সময় আহত হয়েছেন পঞ্চগড় উত্তর ভাটিয়াপাড়ার জাবেদ আলীর ছেলে সাইফুল ইসলাম (২৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিলেন ওই তিনজন। খোশবাজার- মুন্সিরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এএম