Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট-৩ উপনির্বাচনে জিতলেন আ.লীগের হাবিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২১ ২২:৩৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২১ ০৭:৪৪

সিলেট: সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে ৯০ হাজার ৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে এই ফলাফল জানা যায়। সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথমবারের এ আসনের সব কটি কেন্দ্রেই ইভিএমে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক পেয়েছেন ২৪ হাজার ৭৫২ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থীর চেয়ে ৬৫ হাজার ৩১২ ভোট বেশি পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন।

এদিকে, নির্বাচনে জয়লাভ করায় হাবিব তার নির্বাচনি আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে অনুগত থেকে তিনি নিজ এলাকাকে উন্নত জনপদে পরিণ তকরার কাজে মনোনিবেশ করবেন বলেও জানান তিনি।

এর আগে, শনিবার সকাল আটটা থেকে তিনটি উপজেলার ১৪৯ কেন্দ্রে এই ভোটগ্রহণ শুরু হয় চলে বিকেল চারটা পর্যন্ত। আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি দলীয় সাবেক এমপি শফি আহমদ চৌধুরী ও বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মো. মিয়াও অংশ নেন।

সারাবাংলা/এমও

আ.লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর