Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারি বর্ষণে ৪ স্থানে পাহাড় ধস, ৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২১ ২২:২৬

রাঙ্গামাটি: ভারী বর্ষণের ফলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বাঘাইহাট-মারিশ্যা সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে করে শনিবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত সারাদেশের সঙ্গে বাঘাইছড়ি উপজেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিলো। তবে সওজ রাস্তাটি চলাচলের উপযোগী করায় সকাল ১১টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলার সঙ্গে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-মারিশ্যা নামক এই সড়কটির ৫ কিলোমিটার পথ ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ এলাকায় বিভিন্ন সময়ে পাহাড়ধসের ঘটনা ঘটছে। শনিবার রাতে টানা বর্ষণের কারণে এ সড়কের অজলচুগ বনবিহার, এগারোকিলো ও চারকিলো নামক এলাকায় চারটি স্থানে পাহাড়ধসে সড়কের ওপর মাটি পড়ে থাকে। এতে সকাল থেকেই খাগড়াছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

বিজ্ঞাপন

এর আগে, সম্প্রতি একই সড়কের দুইটিলা নামক এলাকায় পাহাড়ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, সকাল থেকে যান চলাচল বন্ধ থাকায় এ সড়কে ছিল যানবাহনের দীর্ঘ সারি। রাস্তা চলাচলের উপযোগী না হওয়া পর্যন্ত কোন যানবাহন চলাচল করতে পারেনি। বাঘাইহাট-মারিশ্যা সড়কে প্রতিদিন ২০০-৩০০ হালকা ও ভারি যান চলাচল করে। পাহাড়ধসে হঠাৎ সড়ক যোগাযোগ বন্ধ হওয়ায় বিপাকে পড়েন সড়কে যাতায়াতকারী মানুষ।

সড়ক ও জনপথ (সওজ) খাগড়াছড়ির উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ‘সড়কে ওপর পাহাড়ধসের ঘটনা শুনে আমরা জনবল নিয়ে সেখানে যাই। সকাল থেকে চেষ্টা চালিয়ে ১১টার দিকে সড়কটি যান চলাচলের উপযোগী করার পর সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়। পুরো সড়কের চার-পাঁচ কিলোমিটার এলাকা খুবই ঝুঁকিপূর্ণ। এর আগেও এই সড়কে পাহাড়ধসের ঘটনা ঘটেছে।’ জানমালের নিরাপত্তা নিশ্চিতের জন্য বৃষ্টিপাতের সময় এ সড়কে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানান তিনি।

বিজ্ঞাপন

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরিফুল ইসলাম বলেন, ‘রাতে অতিরিক্ত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে বাঘাইছড়ি উপজেলার বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে করে সড়কের ওপর মাটি পড়ে থাকায় যান চলাচল বন্ধ ছিলো। সওজের প্রচেষ্টায় এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।’

সারাবাংলা/এমও

পাহাড় ধস বাঘাইছড়ি ভারি বর্ষণ যান চলাচল রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর