‘গণটিকায় প্রথম ডোজ ভ্যাকসিন প্রাপ্তদের দ্বিতীয় ডোজ সংরক্ষিত আছে’
৪ সেপ্টেম্বর ২০২১ ২০:২৯ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২১ ২২:৫১
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ‘গণটিকা কর্মসূচি’তে যারা ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন তাদের জন্য দ্বিতীয় ডোজ সংরক্ষিত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেটে তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নার্সি ও মিডওয়াইফারি কোর্সে কম্প্রিহেন্সিভ (লাইসেন্সিং/প্রি-রেজিস্ট্রেশন) পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
জাহিদ মালেক বলেন, ‘ক্যাম্পেইনের মাধ্যমে যাদের প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া হয়েছে আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। প্রথম ডোজ যে কেন্দ্র দেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজও একই কেন্দ্রে নিতে হবে। কেন্দ্র থেকে এসএমএস পাওয়ার পর গেলেই তারা দ্বিতীয় ডোজের ভ্যাকসিন পেয়ে যাবেন।’
তিনি বলেন, ‘গ্রামে বাস করা মানুষের মধ্যে আগে ভ্যাকসিন নেওয়ার আগ্রহ কম ছিল। আমরা তাদের অনুপ্রাণিত করতেই এই ভ্যাকসিন কার্যক্রমের কর্মসূচি হাতে নিয়েছিলাম। সেক্ষেত্রে তাদের মাঝেও ভ্যাকসিনের গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছি।’
তিনি আরও বলেন, ‘করোনা প্রতিরোধে সাড়ে ১৬ কোটি ভ্যাকসিন কেনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনের সঙ্গে নতুন করে ছয় কোটি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে সাড়ে ১০ কোটি ভ্যাকসিনের চাহিদা দেওয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারি নাগাদ এসব ভ্যাকসিন পাওয়ার আশা করা হচ্ছে। এই সাড়ে ১৬ কোটি ভ্যাকসিন পেলে সংকট কেটে যাবে।’
জাহিদ মালেক বলেন, ‘সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে। আর এই ভ্যাকসিন হাতে পাওয়া সাপেক্ষে দেশে ফের গণটিকা কর্মসূচির বিষয়ে ভাবা হবে।’
সারাবাংলা/এসবি/পিটিএম