Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে গুলি করে ব্যবসায়ীর কাছে থেকে ২৫ লাখ টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২১ ১৯:১৪

নারায়ণগঞ্জ: জেলায় সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফিল্মি স্টাইলে গুলি করে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছে থেকে ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৪ আগস্ট) বিকেলে সানারপাড় পিডিকে ফিলিং স্টেশনের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এসময় ছিনতাইকারীদের গুলিতে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মশিউর রহমান জানান, আড়াইহাজারের মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী জয়নাল আবেদীন ও তার চাচাত ভাই মেহেদী হাসান রাজধানীর মতিঝিল থেকে ডলার, রিঙ্গিতসহ বিদেশি বিভিন্ন মুদ্রা পরিবর্তন করে ২৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে আড়াইহাজার ফিরছিলো।

ধারণা করা হচ্ছে ঢাকা থেকেই ছিনতাইকারী চক্রটি তাদের অনুসরণ করে। সানারপাড় এলে তাদের মোটরসাইকেল গতিরোধ করে ছিনকাইকারীদের মোটরসাইকেল। এসময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে ২৫ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। গুলিবিদ্ধ পথচারীকে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এমও

২৫ লাখ টাকা ছিনতাই নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর