আমরা বঙ্গবন্ধুকে সম্মান করতে চাই— সংসদে বিএনপির এমপি হারুন
৪ সেপ্টেম্বর ২০২১ ১৮:০৮ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২১ ১৯:৫৫
ঢাকা: বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, আমরা বঙ্গবন্ধুকে সম্মান করতে চাই। জাতীয় নেতা যেই হোন না কেন, তাদের আমরা সম্মান করতে চাই। প্রধানমন্ত্রী অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলেছিলেন, তিনি পরিবার হারিয়েছেন, পিতা-মাতা সবকিছু হারিয়েছেন। তার কষ্ট সবচেয়ে বেশি।
শনিবার (৪ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে আইন প্রণয়ন কার্যাবলীতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এমপি হারুন বলেন, ‘ইতিহাস নিয়ে কাড়াকাড়ি করে আমরা জাতিকে হিংসাত্মক জায়গায় নিয়ে যেতে চাই না। আমরা মনে করি, যার যে সম্মান প্রাপ্য, সেই সম্মান-মর্যাদা তাকে দেওয়া হোক। এতে আমাদের জাতির কল্যাণ নিহিত রয়েছে। আইনমন্ত্রী বলেছেন যে, সত্যের মুখোমুখি হওয়া দরকার। আমাদের সাহস আছে। সেনাবাহিনীর কয়েকজন বিদ্রোহী সদস্য গিয়ে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করল। নিঃসন্দেহে এটি মারাত্মক রকমের ট্র্যাজেডি।’
হারুনুর রশীদ বলেন, ‘১৫ আগস্ট নিয়ে আজ আইনমন্ত্রী আমাকে প্রশ্ন করেছেন, তখন আপনি কোথায় ছিলেন? আমি স্কুলে ছিলাম। আমি তখন স্কুল ছাত্র। বিএনপির তখন জন্ম হয়নি। ১৯৭৯ সালে যখন জাতীয়তাবাদী ছাত্রদল হয় তখন আমি ছাত্রদলের সদস্য হলাম।’
তিনি বলেন, ‘১৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী গত ১০ বছরে অনেক কিছু বলেছেন, অতীতেও শুনেছি। সম্প্রতি তিনি বলেছেন, ১৫ আগস্টের সময় আওয়ামী লীগের সব নেতাকর্মীরা কোথায় ছিল? এই প্রশ্ন তিনি আওয়ামী লীগের কাছেই করেছেন। কারণ ওই সময় যে পার্লামেন্ট ছিল সেটি আওয়ামী লীগের। রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। এটি কি অসত্য?’ ওই সময় কোথাও তো কেউ বিদ্রোহ করেনি।’ তিনি আলোচনার এক পর্যায়ে এ বিষয়ে আর বিতর্ক বাড়াতে চান না।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম