Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসার ছাদে কিশোরের গলাকাটা মৃতদেহ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪৯

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর পুরান লালবাগ এলাকার একটি বাসার ছাদ থেকে হাফিজ (১৩) নামের এক কিশোরের জবাই করা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত রাত সাড়ে ১১ টার দিকে লালবাগ থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহতের বাবা হারুন শেখ জানায়, তাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দক্ষিণ বাড়ির খাল এলাকায়। হাফিজ পরিবারের সঙ্গে লালবাগ ডুরী আঙুরী লেনের সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকত। তিন ভাই এক বোনের মধ্যে হাফিজ ছিল ছোট।

তিনি আরও জানায়, সে নিজে রিকশা চালায়। গতকাল দুপুর ১টা পর্যন্ত বাসায় ছিল হাফিজ। বিকেল ৫টার সময় বাসার সামনে খেলা করছিল। তারপর থেকে হাফিজকে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে জানতে পারি একটি বাসার ছাদে কে বা কারা তার ছেলেকে গলা কেটে মেরে ফেলেছে।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফিরোজ আলম জানান, খবর পেয়ে গত রাত সাড়ে ১১টার দিকে ডুরী আঙুরী লেনের করলেন ৪৭/১ নম্বর এনামুল হকের বাড়ির পঞ্চম তলার ছাদ থেকে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়। ছাদের বাথরুমের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়া ছিল মৃতদেহটি। তার গলায় ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা। এছাড়া তার ঘাড়ে ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

তিনি জানান, ঘটনাস্থল থেকে পাটের রশি ও রক্তমাখা বস্তা, চিপসের প্যাকেট সহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত আরো জানার জন্য তদন্ত চলছে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ বলেন, ‘তদন্তে মাঠে কাজ করছে পুলিশ। খুব শিগগিরই হত্যাকাণ্ডে জড়িতদের আটক করা সম্ভব হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/একে

কিশোরের মৃতদেহ গলাকাটা মরদেহ বাসার ছাদ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর