Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ স্বাধীনতা ধ্বংস করে দিয়েছে: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪৪

ঢাকা: আওয়ামী লীগ জনগণের আশা-আকাঙ্ক্ষা ধ্বংস করে দিয়েছে, স্বাধীনতা ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৪ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

কাজী জাফর আহমদের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘জাফর ভাই সম্পর্কে বলতে গেলে আমরা যারা ষাটের দশকের ছাত্র ছিলাম সারা পৃথিবীতে তখন পরিবর্তনের হাওয়া বইছে। ওই হাওয়া পরবর্তীতে ঝড়ের রূপ নিয়েছে। কাজী জাফর নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি সারাজীবন ধরে রাজনীতি করেছেন। হয়তো স্থির থাকেননি। কখনো এদিকে গেছেন, কখনো ওদিকে গেছেন। তার লক্ষ্য ছিল একটি, জনগণের কল্যাণ কীভাবে করা যায়। তিনি মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন।’

জনগণের বিরুদ্ধে গিয়ে মানুষের কল্যাণের বিরুদ্ধে গিয়ে, মানুষের আশা-আকাঙ্ক্ষা চুরমার করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায় না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ কেন এখন ওই কবর নিয়ে কথা বলছে। আওয়ামী লীগ কেন জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার বিষয় নিয়ে কথা বলছে। কারণ ওদের আর কিছু নাই তো, দেউলিয়া হয়ে গেছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। কিছু দেওয়ার নেই। সে জন্যই এই ইস্যুকে সামনে নিয়ে আসা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতন্ত্র হবে কোথা থেকে। আওয়ামী লীগ কোনদিন গণতন্ত্রে বিশ্বাস করেনি বলে আজকে দেশের এই অবস্থা। আমরা এখন যে স্থানে বসবাস করছি, এটা ছদ্দবেশি বাকশাল, আমাদের সাংবাদিক ভাইয়েরা নিজেরা লিখে না, লিখলেই যদি তাদের একটা-দুইটা শব্দ এদিক-ওদিক হয়ে যায়, তাহলে তাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন আমাদের পত্র-পত্রিকাগুলো এখন ওই লাইনে চলে গেছে। সাংবাদিকরাও আজ সেন্সর করে নিউজ করছে। কারও কোনো স্বাধীনতা নেই।’

বিজ্ঞাপন

‘যে বাংলাদেশ- যার জন্য আমরা রক্ত দিয়েছি, যুদ্ধ করেছি, যে গণতন্ত্রের জন্য আমরা রক্ত দিয়েছি, যুদ্ধ করেছি। সেই বাংলাদেশকে সম্পূর্ণভাবে একটা কর্তৃত্ববাদী, একটা সুবিধাবাদী, একনায়কতন্ত্রের ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছে। আজকে আমাদের সমস্ত অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে’, বলেন মির্জা ফখরুল।

জাপার একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্ব সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। স্মরণসভায় এএসএম শামীমের সঞ্চালনায় বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, নওয়াব আলী আব্বাস, মুজিবর রহমান, মাওলানা রুহুল আমিনসহ অন্যরা।

সবশেষে প্রয়াত রাজনীতিবিদ কাজী জাফর আহমদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সারাবাংলা/কেআইএফ/এমও

আ.লীগ আওয়ামী লীগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল স্বাধীনতা ধ্বংস