Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তালেবানের বিজয়োল্লাসে ১৭ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩০ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪৮

আফগানিস্তানের পানশির প্রদেশ তালেবানের দখলে এসেছে এ খবর শোনার পর বিজয়োল্লাসে আকাশের দিকে গুলি ছোড়ার পর রাজধানী কাবুলে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৪১ জন।

শনিবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) তালেবান পানশির দখলের দাবি করলেও তালেবানবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ) কাবুলের উত্তরে অবস্থিত প্রদেশটির পতন ঘটার খবর উড়িয়ে দিয়েছে।

এদিকে, কাবুলের পূর্বাঞ্চলীয় নাঙ্গাহার প্রদেশেও একইরকমভাবে ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রাদেশিক রাজধানী জালালাবাদের একটি হাসপাতালের মুখপাত্র গুলজাদা সানগার।

অন্যদিকে, উল্লাসে গুলি ছোড়ার ঘটনায় জড়িতদের তীব্র ভাষায় তিরস্কার করেছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, আকাশে গুলি ছোড়া বাদ দিয়ে বরং আল্লাহকে ধন্যবাদ দাও। বুলেটে বেসামরিকদের ক্ষতি হতে পারে। অপ্রয়োজনীয় গুলি করো না।

সারাবাংলা/একেএম

আফগানিস্তান তালেবান

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর