Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২১ ১১:১৯

সিলেট: সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল আটটায় তিনটি উপজেলার ১৪৯ কেন্দ্রে এই ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল চারটা পর্যন্ত।

সরেজমিনে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিব ছাড়াও জাতীয়পার্টির আতিকুর রহমান আতিক, বিএনপি দলীয় সাবেক এমপি ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী ও বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মো. মিয়া অংশ নিয়েছেন।

আসনের মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার। প্রথমবারের এ আসনের সব কটি কেন্দ্রেই ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে। নির্বাচন শান্তিপূর্ণ করতে কেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি প্রতি ইউনিয়নে একটি করে ভ্রাম্যমাণ আদালত রয়েছে।

সারাবাংলা/এএম

টপ নিউজ সিলেট-৩ আসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর