Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেঞ্জুগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২১ ১৮:৩৬ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩২

ঢাকা: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েছকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সিলেট-৩ আসনে উপ-নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মো. মজির উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর আসনে উপ-নির্বাচন শনিবার (৪ সেপ্টেম্বর)। নির্বাচনের আগের দিন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাবেক সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর অনুসারী আব্দুল আউয়াল কয়েছকে দল থেকে বহিষ্কার করা হয়।

এপিপি সুয়েবকে অব্যাহতি: সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সুয়েব আহমদকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে শুক্রবার (৩ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে তাকে এ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলেট-৩ আসনের নির্বাচন নিয়ে নানা ধরনের পোস্ট করছিলেন অ্যাডভোকেট সুয়েব।

সারাবাংলা/একে

আওয়ামী লীগ ফেঞ্চুগঞ্জ সিলেট উপনির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর