Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসার জন্য ভারত গেলেন তোফায়েল আহমেদ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২১ ১২:৫০ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২১ ১৫:২৭

ঢাকা: চিকিৎসার জন্য ভারত গেলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার ফ্লাইটে ভারতের উদ্দেশে রওনা হন তিনি।

এ খবর নিশ্চিত করে সংসদ সদস্য আলী আজম মুকুল সারাবাংলাকে বলেন, গতকাল শারীরিকভাবে কিছুটা অসুস্থ বোধ করায় তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন। উনি বুকের বামপাশে ব্যথা অনুভব করছিলেন।

ভারত যাওয়ার বিষয়ে জানতে চাইলে আলী আজম মুকুল বলেন, নিয়মিত চেকআপের অংশ হিসেবে তিনি ভারত গেছেন।

এর আগে হঠাৎ অসুস্থ বোধ করায় বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে স্কয়ার হাসপাতালে নেওয়া হয় তোফায়েল আহমেদকে।

তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা জানিয়ে স্কয়ার হাসপাতালের পরিচালক ওয়াহিদ্দুদিন আহমেদ সারাবাংলাকে বলেন, উনার স্ট্রোক হয়েছে। তবে এখন অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন।

এর আগে তোফায়েল আহমেদের হৃদযন্ত্রে ব্লক ধরা পড়েছিল। ওই সময় ভারতের দিল্লির একটি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়েছিল। তার পরিবারের পক্ষ থেকে এবারেও ওই হাসপাতালে নেওয়ার চেষ্টা চলছে। অন্য কোনো জটিলতা না দেখা দিলে আজই (শুক্রবার) এয়ার এম্বুলেন্সে করে ভারতে নেওয়া হবে তোফায়েল আহমেদকে।

সারাবাংলা/এনআর/এসবি/এএম

টপ নিউজ তোফায়েল আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর