Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঘরজামাই’ বলায় কথাকাটাকাটি, এরপর সংঘর্ষে জড়ালো গ্রামবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২১ ২০:৫৯ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২১ ২১:০০

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে বুধবার রাতে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২৬ জন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন ও ভর্তি হন।

সংঘর্ষে আহতদের সূত্রে জানা গেছে, আটলা গ্রামের আমীর হোসেনের ছেলে সোহাগ মিয়া বুধবার দুপুরে একই এলাকার ফজলুর রহমানের ছেলে খুরশিদ মিয়াকে ‘ঘর জামাই’ বলে ডাক দেন। এ নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে রাতের বেলা উভয়পক্ষের লোকজন ওই বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

সংঘর্ষে আহতদের মধ্যে সোহাগ মিয়া (২০), মোহাম্মদ আলী (২৪), আল-আমীন (৩৫), সাইদুল মিয়া (২৭), রুবেল মিয়া (১৯), হৃদয় মিয়া (২০), আনার মিয়া (৪৫), রিমা আক্তার (২৬), সাজু বেগম (২৩), সানজু আরা (১৫), ময়না বেগম (১০), সাদিক মিয়া (৭), সাহানা বেগম (৫০), হামিদা খানম (২০), খুরশিদ মিয়া (২৩), রাশেদ মিয়া (৩৮), কাসেম মিয়া (৩০), রিপন মিয়া (১৬), নাজমুল মিয়া (১৩), রাহিমা (১১), নাদিয়া বেগম (৯), কারিমা আক্তার (১৪), রিফাত (১৪), ফারুক (৩০), ইকবাল (২৬) ও বাবুল (২৫) ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন ও চিকিৎসা নেন।

মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক পাভেল সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সামাজিকভাবে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা চলছে।’

সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার বিকেল নাগাদ এ বিষয়ে কেউ থানায় মামলা দায়ের করেননি। অভিযোগ পেলে আমরা খতিয়ে দেখব।’

সারাবাংলা/একে

ব্রাহ্মণবাড়িয়া সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর