জিয়ার নাম বিশ্বাসঘাতক হিসেবেই থাকবে: তথ্যমন্ত্রী
২ সেপ্টেম্বর ২০২১ ২০:৩৫ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২১ ০৫:১৫
ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জিয়াউর রহমানের নাম সব সময় বিশ্বাসঘাতক ও খুনি হিসেবেই জড়িত থাকবে।
বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য ‘দেশের সকল অর্জনের সাথে জিয়ার নাম জড়িত’ সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘যে পরিমাণ বিশ্বাসঘাতকতা, হঠকারিতা ও খুনের রাজনীতি জিয়াউর রহমান করেছেন, তা বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হবে না। মির্জা ফখরুল সাহেব কথাটা সেভাবে বললে সঠিক হতো।
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘হরণ করা গণতন্ত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৯১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারতেন না, যদি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে এরশাদ সাহেবের আধাসামরিক সরকারের পতন না হতো। আওয়ামী লীগের উদ্যোগেই রাষ্ট্রপতি পদ্ধতি সংশোধন করে পার্লামেন্টে বিল পাস করা হয়, না হলে সে সময় খালেদা জিয়া ক্ষমতাহীন প্রধানমন্ত্রী থাকতেন।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘জিয়াউর রহমানই দেশে গণতন্ত্র হরণ করেছেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত জিয়া সামরিকতন্ত্র এবং পরে মার্শাল ডেমোক্রেসি চালু করেছিলেন। জিয়ার দলকারীরা যখন এ কথা বলেন, তখন তারা কীভাবে সংসদে আছেন, সেটি প্রশ্ন। আর মির্জা ফখরুল যে প্রতিদিন সকাল দুপুর বিকেল তিন বেলা উঁচুগলায় গণতন্ত্র নাই, গণতন্ত্র নাই বলেন আর অহেতুক সমালোচনা করেন, সেটিই তো প্রমাণ করে দেশে গণতন্ত্রও আছে বাকস্বাধীনতাও আছে।’
সারাবাংলা/জেআর/একে