‘১৮ বছরের কম বয়সীদের ভ্যাকসিনেশনের উদ্যোগ নেওয়া হচ্ছে’
২ সেপ্টেম্বর ২০২১ ১৯:১৬ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২১ ২৩:৪৯
ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশ কোন প্রক্রিয়ায় ১৮ বছরের নিচের বয়সীদের ভ্যাকসিন দিয়েছে তা পর্যবেক্ষণ করে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে বাংলাদেশে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি আরও বলেছেন, এখন থেকে ভ্যাকসিন প্রয়োগে বয়স্ক ও শিক্ষার্থীদের গুরুত্ব দেওয়া হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান কীভাবে খুলে দেওয়া হবে তা আন্তঃমন্ত্রণালয় ঠিক করবে। শিগগিরই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রধানমন্ত্রী বলেছেন, খোলার ব্যবস্থা দ্রুত নিতে হবে।’
তিনি জানান, ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে আমরা বয়স্ক, শিক্ষক ও শিক্ষার্থীদের গুরুত্ব দেব। বিশেষ করে ফাইজার ও মর্ডানার ভ্যাকসিন যখন আমরা পাব তখন সেগুলো শিক্ষার্থীদের দেব। কারণ, সরকারের সিদ্ধান্ত আছে যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়। আমরা চাচ্ছি, শিক্ষার্থীদের ভ্যাকসিনেট করেই স্কুল নিতে। আমরা সে চেষ্টাই করব।’
তিনি বলেন, ‘আমাদের কোভিড-১৯ পরিস্থিতি এখন সহনীয়। গতকাল ছিল ১১ শতাংশ, যেটা ৩২ শতাংশ উঠে গিয়েছিল। মৃত্যুর হারও কমেছে। ইতোমধ্যে কল-কারখানা থেকে শুরু করে অনেককিছুই খুলে দেওয়া হয়েছে। খুলে দেওয়ার অর্থ এই নয় যে, আমরা বেপোরোয়াভাবে ঘুরব। তাহলে কোভিড বাড়বে। গত বার যেমন বেড়েছিল। এখনও করোনা কমে যায়নি। ১১ শতাংশ সংক্রমণের হার এখনও রয়ে গেছে। ভালো খবর এই যে, এখন সংক্রমণ অনেক কম। হাসপাতালের ৭৫ শতাংশ আসন এখন খালি হয়েছে। এর অর্থ রোগীর সংখ্যা কমে গেছে।’
মন্ত্রী বলেন, ‘অনেক দেশের সরকার অসুবিধায় পড়েছে। যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া কোভিড-১৯ নিয়ন্ত্রণে রাখতে পারেনি বলে সরকার অসুবিধায় পড়েছে। সে তুলনায় বাংলাদেশে প্রধামন্ত্রীর নির্দেশনায় কোভিড-১৯ নিয়ন্ত্রণ কমানো গেছে। ভ্যাকসিন ভালোভাবে প্রয়োগ করা যাচ্ছে। আগামীতে আরও গতি বাড়বে।’
ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে করোনাভাইাসের সংক্রমণ অনেক কমে যাবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা অনেক ভাগ্যবান যে, অনেক ভ্যাকসিন অর্ডার করতে পেরেছি। অনেক দেশ সেটা শুরু করতে পারেনি। আমাদের ভ্যাকসিন অর্ডার করতে খরচ হয়েছে ৩ হাজার কোটি টাকা। যা মানুষের কল্যাণে ব্যয় করেছে সরকার। সামনে আরও ব্যয় করতে হবে। সেখানেও হাজার হাজার কোটি টাকা লাগবে। ভ্যাকসিন কেনা, সংরক্ষণ ও প্রয়োগের খরচ রয়েছে। জনগনের পাশে সরকার আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন।’
এর আগে, সংশ্লিষ্টদের নিয়ে এ সংক্রান্ত বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী।
সারাবাংলা/জেআর/পিটিএম