Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় মৃত্যুর পাশাপাশি বেড়েছে সংক্রমণ

সিনিয়র করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩৯ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২১ ১৮:১৮

ফাইল ছবি

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে মৃত্যুর পাশাপাশি সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে। ২৪ ঘণ্টায় সংক্রমিতদের মধ্যে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৩৬২ জন। এ ছাড়া একই সময়ে শনাক্ত হয়েছেন ৩৪৩৬ জন নতুন রোগী। এ পর্যন্ত দেশে করোনা সংক্রমিতদের সংখ্যা ১৫ লাখ ৭ হাজার ১১৬ জন।

এর আগে, বুধবার (১ সেপ্টেম্বর) করোনায় মৃত্যু হয়েছিল ৭৯ জনের। একই সময়ে শনাক্ত হয়েছিলেন ৩ হাজার ৬২ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়— গত ২৪ ঘণ্টায় সারাদেশে নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরি ছিল ৭৯১টি। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৭টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৪টি, র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাব ৬০০টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৩ হাজার ৫৯৬টি। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয় ৩৩ হাজার ২৫টি। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৯ লাখ ৯১ হাজার ৬৬৪টি। একই সময়ে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯০১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩৭ হাজার ৮৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৭৬ শতাংশ। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৪১ শতাংশ। আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৮৮ জনের মধ্যে পুরুষ রোগীর সংখ্যা ৫৪ জন, মহিলা ৩৪ জন। এ পর্যন্ত দেশে পুরুষ রোগী মৃত্যুর সংখ্যা ১৭ হাজার ৮৪ জন, নারী রোগীর মৃত্যুর সংখ্যা ৯ হাজার ২৭৮ জন। এ পর্যন্ত পুরুষ রোগী মৃত্যুর হার ৬৪ দশমিক ৮১ শতাংশ, মহিলা মৃত্যুর হার ৩৫ দশমিক ১৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় বয়সভেদে ২১ থেকে ৩০ বছর বয়সী রোগী মারা গেছেন তিনজন, ৩১ থেকে ৪০ বছর বয়সী রয়েছেন ১০ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী রয়েছেন ১৮ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী রয়েছেন ৩২ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী রয়েছেন ৯ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী রয়েছেন ছয়জন, ৯১ থেকে ১০০ বছর বয়সী দুইজন রয়েছেন।

বিজ্ঞাপন

বিভাগওয়ারী গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ৩০ জনের, যা একদিনে সর্বোচ্চ। এরপর চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে ২৭ জনের, যা একদিনে দ্বিতীয় সর্বেোচ্চ মৃত্যু।

এ ছাড়া রাজশাহী বিভাগে পাঁচজন, খুলনায় সাতজন, বরিশালে তিনজন, সিলেটে ১০ জন এবং রংপুর ও ময়মনসিংহে তিনজন করে রয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৬৯ জন, বেসরকারি হাসপাতালে ১৭ জন ও বাসাবাড়িতে মারা গেছেন দুইজন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কোয়ারেনটাইনে গেছেন ২ হাজার ৭১৫ জন। কোয়ারেনটাইন থেকে ছাড়া পেয়েছেন ৫ হাজার ১৭৯ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় আইসোলেশনে গেছেন ১ হাজার ২৪ জন। আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৩৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় আন্তর্জাতিক বিমানবন্দরসমূহে স্ক্রিনিংয়ের আওতায় এসেছেন ৪ হাজার ৩৭৭ জন। এ ছাড়া স্থলবন্দর সমূহে স্ক্রিনিং হয়েছে ৩৬৬ জনের, সমুদ্রবন্দরে স্ক্রিনিং হয়েছে ১৪৩ জনের।

সারাবাংলা/একে

করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর