জামালপুরে ৫০ হাজার মানুষ পানিবন্দি
২ সেপ্টেম্বর ২০২১ ১৭:১৫
জামালপুর: উজানের পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা-ব্রহ্মপুত্রসহ সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
যমুনা ও ব্রহ্মপুত্রসহ নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী, বকশীগঞ্জ এই ছয় উপজেলার ২৮ ইউনিয়ন এবং দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ পৌরসভার ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়েছে। পানিবন্দি মানুষ বিভিন্ন উঁচুস্থানে আশ্রয় নিয়েছেন। রাস্তা তলিয়ে যাওয়ায় বন্যা উপদ্রুত এলাকায় যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে নৌকা। প্রতিদিন বিচ্ছিন্ন হচ্ছে বিভিন্ন এলাকা। ফসলের মাঠ তলিয়ে যাওয়ায় পশু খাদ্যের সংকট তৈরি হয়েছে। জেলায় চার হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী জানান, বন্যা দুর্গতদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি উপজেলায় ৩৫ মেট্রিক টন চাল ও নগদ ২৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও জেলায় প্রস্তুত রাখা হয়েছে ৪০০ মেট্রিক টন চাল ও নগদ ৮২ লাখ টাকা। বানভাসীদের জন্য ১৫৫ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। জেলা স্বাস্থ্য বিভাগ ৮০টি মেডিকেল টিম গঠন করেছে।
সারাবাংলা/একেএম