Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলা হাসপাতালগুলোতে হবে বার্ন ইউনিট

স্পেশাল করেসপন্ডেট
২ সেপ্টেম্বর ২০২১ ১৫:৫৪ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪৮

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের প্রতিটি জেলা সদর হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সংসদে কিশোরগঞ্জ-৩ আসনের সদস্য মো. মজিবুল হকের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

ময়মনসিংহ-১১ আসনের সদস্য কাজিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, দেশের ৩৮ সরকারি মেডিকেল কলেজে চার হাজার ৩৫০ এবং ৭৬ বেসরকারি মেডিকেল কলেজে ছয় হাজার ৬৫৪ আসন রয়েছে।

পাশাপাশি, চট্টগ্রাম-১১ আসনের সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বেসরকারি হাসপাতাল স্থাপন ও পরিচালনার জন্য অধ্যাদেশ মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। অধ্যাদেশ অনুযায়ী বেসরকারি হাসপাতাল স্থাপন ও পরিচালন সময়োপযোগী নয় বিধায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন, ২০১৯ শীর্ষক একটি যুগোপযোগী আইন প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান মন্ত্রী। শীঘ্রই উক্ত আইনের রূপরেখা চূড়ান্তকরে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে।

অন্যদিকে নোয়াখালী-২ আসনের সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ওষুধ প্রশাসন অধিদফতরে বর্তমানে অনুমোদিত পদ সংখ্যা ৭২০। অনুমোদিত জনবলের বিপরীতে বর্তমানে কর্মরত জনবলের সংখ্যা ৩৭০ জন।

সারাবাংলা/এএইচএইচ/একেএম

টপ নিউজ বার্ন ইউনিট স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর