Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায় ঘোষণা করতে হবে উন্মুক্ত আদালতে: হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২১ ১৫:৫২

ফাইল ছবি

ঢাকা: বিচারিক আদালতের রায় দুই পক্ষের আইনজীবীর উপস্থিতিতে উন্মুক্ত আদালতে ঘোষণা করতে হবে বলে মতামত দিয়েছেন হাইকোর্ট।

সাময়িক বরখাস্ত কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) পার্থ গোপাল বণিককে অস্বাভাবিকভাবে দেওয়া জামিন বাতিলের রায়ে এই পর্যবেক্ষণ দেন হাইকোর্ট।

আদালত আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে পার্থ গোপাল বণিককে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন। একইসঙ্গে তার মামলা দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। এ ছাড়াও পার্থ গোপাল বণিকের জামিনের বিষয়টি হাইকোর্টের নজরে আনা আইনজীবী মনিরুজ্জামান লিংকনও আদালতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, দুদকের আবেদন গ্রহণ করে পার্থ গোপাল বণিকের জামিন বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। তাকে ২০ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৫ থেকে মামলাটি বিচারের জন্য দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪ এ পাঠিয়েছেন। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে বলেছেন আদালত। এছাড়া মামলার প্রত্যেক রায় ও আদেশ উন্মুক্ত আদালতে দিতে বলা হয়েছে এবং ভবিষ্যতের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনকে সতর্ক করা হয়েছে।

আইনজীবী মনিরুজ্জামান লিংকন বলেন, আদালত বলেছেন বিচারিক আদালতের রায় ঘোষণা করতে হবে প্রকাশ্যে এবং দুই পক্ষের আইনজীবীর উপস্থিতিতেই রায় ঘোষণা করতে হবে।

বিজ্ঞাপন

আদালত তার পর্যবেক্ষণে বিচারিক আদালতের উদ্দেশ্যে আরও বলেছেন, হাইকোর্টের আদেশকে আপনারা কিভাবে নেন? শুধু দেখিলাম, শুনিলাম, ফেলে দিলাম; এটাতো বিচারিক আদালতের কাজ হতে পারে না।

এর আগে গত ২৬ আগস্ট পার্থ গোপাল বণিককে অস্বাভাবিকভাবে জামিন দেওয়ার ঘটনায় হাইকোর্টের জারি করা রুলের শুনানি শেষ হয়।

১৯ আগস্ট পার্থ গোপাল বণিককে অস্বাভাবিকভাবে জামিন দেওয়ার ঘটনায় হাইকোর্টে ক্ষমা প্রার্থনা করেন ঢাকার বিশেষ জজ আদালত–৫ এর বিচারক ইকবাল হোসেন।

হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে আদালতে লিখিত ব্যাখ্যা দেন বিচারক ইকবাল হোসেন।

গত ২৮ জুন নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার শেষ না করে পার্থ গোপাল বণিককে অস্বাভাবিকভাবে জামিন দেওয়ার ঘটনায় ঢাকার বিশেষ জজ আদালত–৫–এর বিচারক ইকবাল হোসেনের কাছে ব্যাখ্যা চান হাইকোর্ট।

পার্থ গোপাল বণিক অস্বাভাবিকভাবে জামিন দেওয়ার বিষয় নিয়ে চ্যানেল-২৪ এ সংবাদ প্রচারিত হয়। বিষয়টি আইনজীবী মনিরুজ্জামান লিংকন হাইকোর্টের নজরে আনলে আদালত এ আদেশ দেন। একইসঙ্গে চ্যানেল-২৪ এ প্রচারিত প্রতিবেদনের ভিডিও ক্লিপ আদালতে দাখিল করতে বলা হয়। এছাড়া পার্থ গোপাল বণিকের জামিন স্থগিত চেয়ে আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।

একই সময়ে পার্থ গোপাল বণিকে জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক।

গত ১৯ জুন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাময়িক বরখাস্ত হওয়া কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) পার্থ গোপাল বণিক জামিন পান।

ঢাকার বিশেষ জজ আদালত–৫–এর বিচারক ইকবাল হোসেন ১০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। পরে জামিন আদেশ নিয়ে তার পরদিনই তিনি জেল থেকে বের হন। অনেকটা গোপনে এবং তড়িঘড়ি করে এই জামিন নেন ও তিনি কারামুক্ত হন।

বিজ্ঞাপন

এই মামলায় গত বছরের ৪ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

২০১৯ সালের ২৭ জুলাই ডিআইজি পার্থ গোপাল বণিক চট্টগ্রামে দায়িত্ব পালন করছিলেন। তখন তিনি ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত ৮০ লাখ টাকা অর্জন করেন। সেই টাকা পার্থ গোপাল বণিক তার নিজ বাসার ক্যাবিনেটে লুকিয়ে রাখেন। অনুসন্ধানকালে অভিযান পরিচালনা করে তার বাসা থেকে ওই টাকা জব্দ করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, আসামি পার্থ গোপাল বণিক গত বছরের ২৮ জুলাই দুদকে হাজির হয়ে অনুসন্ধান টিমের কাছে বক্তব্য দেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পার্থ গোপাল বণিক জানান, তার বাসায় ৩০ লাখ টাকা নগদ আছে। এ টাকার বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। পরে অভিযান চালিয়ে তার বাসা থেকে ৮০ লাখ টাকা জব্দ করা হয়।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

হাইকোর্ট

বিজ্ঞাপন

এবার কপিল শর্মাকে হত্যার হুমকি
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:৩৭

আরো

সম্পর্কিত খবর