নিজের ভালো নিজেকেই বুঝে চলতে হবে: প্রধানমন্ত্রী
২ সেপ্টেম্বর ২০২১ ১৫:২৮ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২১ ১৭:১১
ঢাকা: সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা থেকে ভালো হওয়ার পরও নানা জটিলতা রয়ে যায়। যাদের অন্যান্য রোগ আছে, তাদের ক্ষেত্রে করোনা ঝুঁকি বাড়ায়। এ জন্য নিজের ভালো নিজেকেই বুঝে চলতে হবে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বর্তমানে করোনার প্রকোপ কমছে এবং ডেঙ্গুর প্রকোপ বাড়াছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। দেখা যাচ্ছে, ভ্যাকসিন নেওয়ার পরও অনেকে করোনা আক্রান্ত হন। তবে তা মারাত্মক হয় না। সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, করোনা মাঝে মাঝে একেবারেই কমে যাচ্ছে, আবার কিছু দিন পর নতুনভাবে নতুন শক্তি নিয়ে এই ভাইরাস আসছে। শিক্ষকদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্য যারা কর্মরত এবং তাদের পরিবারের সদস্যদের যেন ভ্যাকসিন দেওয়া হয়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।‘
তিনি বলেন, ‘স্কুলের শিক্ষার্থীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনেই ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। তাদের জন্য ফাইজার কিছু ভ্যাকসিন ইতোমধ্যে এসে পৌঁছেছে। আরও আসবে। অন্যান্য ভ্যাকসিনও আসছে। ভ্যাকসিনের কোনো সমস্যা নেই। যেখান থেকে যেভাবে হোক আমরা ভ্যাকসিন নিয়ে আসছি।’
আওয়ামী লীগ প্রধান বলেন, ‘করোনা থেকে ভালো হওয়ার পরও নানা জটিলতা রয়ে যায়। যাদের অন্যান্য রোগ আছে, তাদের ক্ষেত্রে করোনা ঝুঁকি বাড়ায়। এ জন্য সবাইকে নিজের ভালো নিজেকেই বুঝে চলতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার আমরা করে যাচ্ছি। আমাদের এই ঘনবসতিপূর্ণ এলাকায় আমরা যেভাবে ব্যবস্থা নিয়েছি অনেক উন্নত দেশও সেভাবে পারেনি। আমাদের প্রচেষ্টা সবসময় আছে। আমরা শুরু থেকেই সবধরনের ব্যবস্থা নিচ্ছি।’
বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘করোনা মোকাবিলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। অনেকে আপনজনের মরদেহ দাফন করেনি। ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীরা দাফন করেছে। মানুষের ঘরে অক্সিজেন সরবরাহ করা এবং খাবার পৌঁছে দেওয়ার কাজও তারা করছে।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম