২ লাখ ৭০ হাজার ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন উপহার দেবে বুলগেরিয়া
২ সেপ্টেম্বর ২০২১ ০০:০৯ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২১ ১০:০১
নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে বাংলাদেশকে দুই লাখ ৭০ হাজার ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন উপহার দেবে বুলগেরিয়া। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় তৈরি এই ভ্যাকসিন বাংলাদেশে পাঠানোর জন্য একটি খসড়া চুক্তি অনুমোদনও করেছে বুলগেরিয়ার তত্ত্বাবধায়ক সরকার।
বুধবার (১ সেপ্টেম্বর) এই খসড়া চুক্তি করা হয় বলে জানানো হয়েছে বুলগেরিয়ার তথ্যবার্তায়। বুলগেরিয়ার স্থানীয় পত্রিকা দ্য সোফিয়া গ্লোবে এ খবর প্রকাশিত হয়েছে।
বুলগেরিয়ার তথ্য বিভাগের সূত্রে জানানো হয়েছে, দেশটির সঙ্গে বাংলাদেশ সরকার ও অ্যাস্ট্রাজেনেকার একটি ত্রিপাক্ষিক চুক্তির ওপর ভিত্তি করে এই অনুমোদন দেওয়া হয়েছে। এক্ষেত্রে ভ্যাকসিন পরিবহনের খরচ বহন করতে হবে বাংলাদেশকে।
এর আগে ভুটানকে এক লাখ ৭২ হাজার ৫০০ ডোজ কোভিশিল্ডের ভ্যাকসিন উপহার দেওয়ার কথা জানিয়েছিল বুলগেরিয়া সরকার।
বুলগেরিয়া ইউরোপিয়ান ইউনিয়নের অধীন দেশগুলোর মধ্যে ভ্যাকসিন প্রয়োগে অনেক পিছিয়ে আছে। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন কন্ট্রোলের তথ্য অনুযায়ী, বুলগেরিয়াতে মাত্র ২০ দশমিক ১ শতাংশ জনসংখ্যাকে ভ্যাকসিনের আওতায় আনা গেছে।
সারাবাংলা/এসবি/টিআর