Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্যের পোস্ট ফেসবুকে শেয়ার করায় উপজেলা চেয়ারম্যান কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২১ ২২:৫৬

ঢাকা: কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (বহিস্কৃত) ও বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মো. শাহজাহান শিশির (৪৮) বিরুদ্ধে অন্যের ফেসবুক আইডির একটি পোস্ট নিজ আইডিতে শেয়ার করায় মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

জানা গেছে, চেয়ারম্যান শিশির মামলাটিতে ২০২০ সালের ১৭ ডিসেম্বর আত্মসমর্পণ করলে হাইকোর্ট ৬ সপ্তাহের জামিন প্রদান করে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিলেন। সে অনুযায়ী আসামি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২০ সালের ২৪ জুলাই চেয়ারম্যান শিশির একটি পোস্ট তার ফেসবুক আইডিতে শেয়ার করেন। যা দিয়েছিলেন ২ নং আসামি জনৈক জুয়েল সরকার।

২০২০ সালের ৬ ডিসেম্বর মেহেদী হাসান মেরিন নামে একজন আইনজীবী ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলার আবেদন করেন। মামলায় চেয়ারম্যান মো. শাহজাহান শিশিরকে এক নম্বর এবং যিনি পোস্টটি দিয়েছিলেন সেই জনৈক জুয়েল সরকারকে ২ নং আসামি করা হয়।

সারাবাংলা/এআই/একে

উপজেলা চেয়ারম্যান কারাগার ডিজিটাল নিরাপত্তা আইন ফেসবুক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর