হাতিরঝিল লেকে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, দগ্ধ ৩
১ সেপ্টেম্বর ২০২১ ২১:৩৩ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২১ ২১:৩৫
ঢাকা: রাজধানীর হাতিরঝিল লেকে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন বন্ধু দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসার জন্য রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে হাতিরঝিল মহানগর ব্রিজের পশ্চিম পাশের লেকে এই ঘটনা ঘটে।
দগ্ধ তিন বন্ধু হলেন- ফরহাদ আকাশ (২১) আল কাবিদ (২২) এবং মোমিনুস সালেহিন সিয়ম (১৮)।
তাদের আরেক বন্ধু নাজমুস সাকিব মাহি জানায়, তারা চার বন্ধু মিলে বিকেলে হাতিরঝিল এলাকায় ঘুরতে আসে। সন্ধ্যার দিকে তার চারজন হাতিরঝিল মহানগর ব্রিজের পাশের একটি সেপটিক ট্যাংকের উপর বসে আড্ডা দিচ্ছিল। এ সময় সাকিব একটু দূরে ছিলাম। ওই সময় হঠাৎ করেই ট্যাংকটি বিস্ফোরণ হয়। এতে তারা তিন জন দগ্ধ হয়। পরে ডিউটিরত পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
নাজমুস সাকিব আরও জানায়, সিয়াম হাতিরঝিল পাগলা মাজার এলাকায় বড় ভাইয়ের কাছে থাকে। আল কাবিদের বাড়ি ঝিনাইদহ সদরে। সে মিরপুর তার বাসায় বেড়াতে আসছে। এবং ফরহাদ আকাশের বাসা নবীনগর নিরিবিলি এলাকায়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, ‘সন্ধ্যার দিকে তারা লেকের সেপটিক ট্যাংকে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ ট্যাংক থেকে গ্যাস বের হয়ে সেটি বিস্ফোরিত হয়। এতে তারা দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। দগ্ধ তিন জনেরই হাত পা ও শরীরের কিছু অংশ দগ্ধ হয়েছে।’
সারাবাংলা/এসএসআর/পিটিএম