Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২১ ২১:৩২

ঢাকা: দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে ভুগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকুর মৃত্যু হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর কলাবাগানের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কলাবাগান থানা শাখার আইন সম্পাদক এবং গোপালগঞ্জ জেলা কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রধান বিচারপতির শোক

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকুর মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, আমিনুর রহমান চৌধুরী গোপালগঞ্জ জেলার সদর উপজেলার মানিকদাহ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮১-৮২ সনে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জহুরুল হক শাখার সহ-সম্পাদক ও ২০০১-২০০২ সালে ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তিনি ২০১৮ সালের ৪ জানুয়ারি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।

সারাবাংলা/কেআইএফ/একেএম

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মৃত্যু

বিজ্ঞাপন

প্লেব্যাক করলেন মোশাররফ করিম
২২ জানুয়ারি ২০২৫ ১৮:০৬

আরো

সম্পর্কিত খবর