Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন ৪৬১ উপজেলা শতভাগ বিদ্যুতায়িত’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২১ ২০:৩১ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২১ ২০:৪৫

ঢাকা: দেশের ৪৬১টি উপজেলা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন শতভাগ বিদ্যুতায়িত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সংসদকে প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, দেশে উৎপাদিত বিদ্যুতের ৫৬ দশমিক ৪২ শতাংশ খরচ হচ্ছে আবাসিক খাতে।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খ. মমতা হেনা লাভলীর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী নসরুল বুধবার (১ সেপ্টেম্বর) সংসদে এসব তথ্য জানান। সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন টেবিলে উত্থাপিত হয়।

বিজ্ঞাপন

সংসদে নসরুল হামিদ বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে ৪৬১টি উপজেলা এরই মধ্যে শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। এতে দেশের শতকরা ৯৯ দশমিক ৫০ শতাংশের বেশি জনগণকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা সম্ভব হয়েছে। পার্বত্য চট্টগ্রামের কিছু দুর্গম অফগ্রিড এলাকা ছাড়া মুজিববর্ষে গ্রিড-অফগ্রিড নির্বিশেষে শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের নিশ্চিতকল্পে রোডম্যাপ প্রণয়ন করে নিবিড় তদারকির মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।

টেবিলে উত্থাপিত ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের লিখিত আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ২০২০-২০২১ অর্থবছরে দেশে উৎপাদিত বিদ্যুতের ৫৬ দশমিক ৪২ শতাংশ আবাসিক খাতে, ১০ দশমিক ৫৮ শতাংশ বাণিজ্যিক খাতে এবং ২৮ দশমিক ৪০ শতাংশ শিল্পখাতে ব্যবহৃত হয়েছে। চলমান শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের ফলে আবাসিক খাতে বিদ্যুতের ব্যবহার বেড়েছে। সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম ও ইকোনমিক জোনগুলো পর্যায়ক্রমে চালু হলে শিল্প খাতেও বিদ্যুতের ব্যবহার উত্তরোত্তর বাড়বে।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আগে বিদ্যুতের উৎপাদনক্ষমতা ছিল ৪ হাজার ৯৪২ মেগাওয়াট। বর্তমান আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর বিগত ১২ বছরে এই ক্ষমতা বাড়াতে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ ২৫ হাজার ২৩৫ মেগাওয়াটে উন্নীত হয়েছে।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরন্নবী চৌধুরীর আরেক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ খাতের উন্নয়ন ও ভবিষ্যতে ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা বিবেচনা করে ২০২১ সালের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা লক্ষ্যমাত্রা ২৪ হাজার মেগাওয়াট নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ও নবায়নযোগ্য জ্বালানিসহ ২৫ হাজার ২৩৫ মেগাওয়াটে উন্নীত হওয়ার মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

নসরুল হামিদ বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর