Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেডিকেল কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত ২ সেপ্টেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২১ ১৮:২৯ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২১ ০০:৩৩

ঢাকা: দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলো খোলা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর ও সংশ্লিষ্টদের বৈঠক অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর)। ভার্চুয়ালি আয়োজিত এই বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. একে এম আহসান হাবিব।

বুধবার (১ সেপ্টেম্বর) সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব। তিনি বলেন, ‘স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের সঙ্গে মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্টিত হবে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর)। এতে উপস্থিত থাকবেন বিএমডিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট অন্যান্যরা। ভার্চুয়ালি আয়োজিত এই বৈঠকে মেডিকেল ও ডেন্টাল কলেজ খোলার বিষয়ে আলোচনা হবে। তবে সিদ্ধান্ত নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা এর আগেই মেডিকেল ও ডেন্টালের ক্লাস শুরুর বিষয়ে ভাবছিলাম। কিন্তু কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে পরিস্থিতি অনুকূলে ছিল না। বর্তমানে যেহেতু সংক্রমণ শনাক্তের হার কমে আসছে এবং সেইসঙ্গে কমছে মৃত্যুর সংখ্যাও, তাই মেডিকেল ও ডেন্টাল কলেজ খোলা বিষয়ে আগামীকালের বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে।

উল্লেখ্য, ২ এপ্রিল দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এসবি/পিটিএম

খোলা টপ নিউজ মেডিকেল কলেজ

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর