আফগানিস্তান থেকে খালি হাতে ফিরেছে যুক্তরাষ্ট্র
১ সেপ্টেম্বর ২০২১ ১৮:৩৩ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২১ ২২:৫০
২০ বছরের যুদ্ধ শেষে আফগানিস্তান থেকে খালি হাতে ফিরেছে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, দুই দশকের মার্কিন অভিযান ট্রাজেডি আর ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে শেষ হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) শিক্ষাবর্ষ শুরু উপলক্ষে রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভ্লাদিভস্তক শহরে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া ভাষণের পুতিন এসব কথা বলেন।
পুতিন বলেছেন, মার্কিন সেনাবাহিনী দুই দশক ধরে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে তাদের নিজস্ব মূল্যবোধ চাপানোর চেষ্টা করেছে। কিন্তু, দিনশেষে তাদের কোনো অর্জন নেই। মার্কিন বাহিনীর ওই চর্চাকে নিরর্থক হিসেবে অভিহিত করেছেন তিনি।
রুশ প্রেসিডেন্ট বলেছেন, আফগানিস্তানে মার্কিন বাহিনীর সকল প্রচেষ্টা ট্রাজেডিতে রূপ নিয়েছে। সেই ট্রাজেডি যতটা না যুক্তরাষ্ট্রের জন্য, তারচেয়েও বেশি আফগান ভূ-খণ্ডে বসবাসকারীদের জন্য।
এর আগের সপ্তাহে পুতিন বলেছিলেন, আফগানিস্তানে হস্তক্ষেপ করবে না রাশিয়া। দেশটির সোভিয়েত দখল থেকে শিক্ষা নিয়েছে মস্কো। পাশাপাশি, মস্কোর সহযোগী মধ্য এশিয়ার দেশগুলোতে আফগান শরণার্থীদের রাখার চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো এমন অভিযোগও তুলেছিলেন তিনি।
প্রসঙ্গত, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর সন্ত্রাসবিরোধী অভিযানে আফগানিস্তানে প্রবেশ করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ সেনা কমান্ড। দীর্ঘ ২০ বছরের অভিযান শেষে ৩১ আগস্ট যুক্তরাষ্ট্র তাদের সকল সেনা সদস্যকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নিয়েছে।
সারাবাংলা/একেএম