Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসডিজির আগেই চালের উৎপাদনশীলতা দ্বিগুণ হবে: কৃষিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২১ ১৭:১১

ঢাকা: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের আগেই দেশে চালের উৎপাদনশীলতা বা হেক্টর প্রতি চালের উৎপাদন দ্বিগুণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

বুধবার (১ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) প্রণীত ‘বাংলাদেশে চালের উৎপাদনশীলতা দ্বিগুণকরণ-ডিআরপি’ শীর্ষক কৌশলপত্র উপস্থাপন ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আশাবাদের কথা জানান।

বিজ্ঞাপন

কৃষিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের ঘেষিত সময়ের আগেই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সাফল্য দেখিয়েছে। এর ধারাবাহিকতায় এসডিজির আগেই চালের উৎপাদনশীলতাও দ্বিগুণ হবে। এটি স্বপ্ন নয়, বাস্তবতা।’

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘স্বাধীনতার পরে এ দেশে প্রতি হেক্টরে মাত্র এক টন চাল হতো। এখন হচ্ছে চার টন। ৫০ বছরে এটি চার গুণ হয়েছে। ২০৩০ সালের মধ্যে সেটি দ্বিগুণ করা অসম্ভব নয়।’

দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পরেও চালের আমদানি প্রয়োজনীয়তার প্রসঙ্গ টেনে কৃষিমন্ত্রী বলেন, ‘ফসল আবহাওয়ার উপর নির্ভর করে। মাঝে মাঝে উৎপাদন ব্যহত হয়। তবে আমরা যে পরিস্থিতিতে রয়েছি, এখন আর আগের মতো লাখ লাখ মানুষ না খেয়ে মরার অবস্থায় নেই। এখন কেউ না খেয়ে থাকে না।‘

তিনি বলেন, ‘এখন শুধু খাদ্যের প্রাপ্যতা নয়, এসডিজি পূরণে বড় চালেঞ্জ পুষ্টি নিশ্চিত করা। আমার পুষ্টিতে অনেক পিছিয়ে আছি। এখন সেটা পূরণে কাজ করছি। দেশের ৭৮ ভাগ জমিতে শুধু ধান চাষ হচ্ছে, সেটার বহুমুখীকরণ করতে হবে।’

এসডিজির আওতায় ২০৩০ সালের মধ্যে চালের উৎপাদনশীলতা দ্বিগুণ করতে একটি কৌশলপত্র উপস্থাপন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউট (ব্রি)। অনুষ্ঠানে তা তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির মহাপরিচালক ড . মো. শাহজাহান কবীর।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

এসডিজি বাস্তবায়ন কৃষিমন্ত্রী চালের উৎপাদন দ্বিগুণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর