Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাসিক মেয়র প্রার্থী বাবুর অভ্যর্থনায় জনতার ঢল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২১ ১৬:২৮

নারায়ণগঞ্জ: শহর রক্ষা আন্দোলনের জন্য গঠিত ‘জয় বাংলা’ নাগরিক কমিটি মনোনীত মেয়র প্রার্থী কামরুল ইসলাম বাবুকে দেওয়া অভ্যর্থনায় জনতার ঢল লক্ষ্য করা গেছে।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ চাষাড়া চত্বরে তাকে অভ্যর্থনা জানায় ‘জয় বাংলা নাগরিক কমিটি’ ও ‘কামরুল ইসলাম বাবু সমর্থক গোষ্ঠী’।

উন্নয়ন, নাগরিক সেবা ও রাজস্ব আদায়- এই তিন মূল লক্ষ্যের ওপর দাঁড়িয়ে নাসিক নির্বাচনে মেয়র পদে ভোটযুদ্ধে নামতে যাওয়া ‘ক্লিন ইমেজের’ বাবু সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘কেন এমন ফুলেল শুভেচ্ছায় সিক্ত হতে হচ্ছে? সংবর্ধনা নয়, শুভেচ্ছা নয়, চলুন- কাল সূর্যোদয়ের পর গণসংযোগে নেমে পড়ি। আপনারা এখানে ভিড় করায় যানজটের সৃষ্টি হচ্ছে। এমন কৃষ্টি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। রাস্তা ব্লক করে আমরা কি নাগরিক অধিকার আদায়ে সঠিক কাজটা করছি?’

এদিকে বুধবার সকাল থেকে চাষাড়া চত্বরে চারপাশ হতে জয় বাংলা নাগরিক কমিটির কর্মী বাহিনী জড়ো হতে থাকেন। রাজধানী ঢাকা থেকে বাবুর নারায়ণগঞ্জ প্রত্যাবর্তনে অবশ্য রাজনৈতিক সমীকরণে তার ভালো খবর রয়েছে- গেল ক’দিনে এমন কিছু চাউর ছিল।

বাবু এদিন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘আমাদের এখন বাড়ি বাড়ি যেতে হবে। ভোট চাইতে নয়, বরং জয় বাংলা নাগরিক কমিটির রাখা সুপারিশ আমলে নিয়ে এই শহরের বাসিন্দাদের জন্য আমি কী করতে পারব, তা জানাতে হবে। ভোট চাওয়ার যোগ্যতা আছে কি না আমাদের, সেটা নিয়েও ভাবতে হবে। নারায়ণগঞ্জ নিয়ে বিস্তর গবেষণা ও লেখপড়ার মধ্যে রয়েছি। শহরকে পাল্টে ফেলতে হবে। এই শহরকে হতে হবে এই বিশ্বের মধ্যেই এক আধুনিক শহর। যা করা সম্ভব।’

উল্লেখ্য, এই বছরের ২ জুন একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে কামরুল ইসলাম বাবু প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে বলেন, ‘আমি আওয়ামী লীগের সদস্য নই। প্রাথমিক সদস্যও নই। এত বড় দলের সদস্য হওয়ার যোগ্যতা আমার নেই। যদি কখনও আমার প্রিয় দল মনে করে থাকে, বাবুকে দরকার, তখন নিজেই যোগ দেব। আমি নাসিক নির্বাচনের ট্রেনে উঠতে চাই। যেখানে আওয়ামী লীগের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে এমন নয়, তবে মুক্তিযুদ্ধের চেতনায় ভর করে, বঙ্গবন্ধুর আদর্শের চারটি মূলনীতির ওপর আজীবন আস্থা রেখে এবং একজন শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অগাধ বিশ্বাস রেখে এমন পথচলায় আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশা করি।’

বিজ্ঞাপন

অভ্যর্থনা সভায় জয় বাংলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক এস এম আরজু, হুমায়ুন কবীর, মোস্তাক আহমেদ, সুলতানা শিউলি, খাজা মামুন, ইমরান মোহাম্মদ রোমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেড/পিটিএম

নাসিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর