রূপগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার
১ সেপ্টেম্বর ২০২১ ১৬:০২ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২১ ২২:২৪
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রবাসীকে কুপিয়ে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ধারাল অস্ত্রশস্ত্রসহ ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করে পুলিশ। বুধবার (১ সেপ্টেম্বর) ভোরে রূপগঞ্জসহ আশ-পাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, তানজীদ হোসেন, সজল মিয়া, সোহাগ হোসেন, মিরাজ হোসেন, আক্তার হোসেন, বাবুল ও রাসেল।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। অভিনব কায়দায় তারা এয়ারপোর্ট থেকে দেশের বিভিন্ন জেলায় যাওয়ার পথে প্রবাসীদের ব্যবহৃত গাড়ি গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটিয়ে আসছে।
তিনি বলেন, এছাড়া তাদের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এ ডাকাতির ঘটনায় ৮ সদস্যদের মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
সারাবাংলা /আইই