Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ দফা দাবি না মানলে কর্মবিরতির আহ্বান শ্রমিকদের

স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২১ ১৬:০৮

ঢাকা: বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ট্যাংকলরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদের ১০ দফা দাবি না মানলে কর্মবিরতি পালন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর ৪৮ ঘণ্টা পণ্য পরিবহন না করার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানবন্ধনে সংগঠনটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

মানবন্ধনে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ট্রাক চালক লিটন ও আবু তালেব প্রামানিকসহ সকল হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারায় হওয়া সকল হত্যা মামলা প্রত্যাহার, ড্রাইভিং লাইসেন্সের জটিলতা নিরসন করে লাইসেন্স প্রদান, সড়ক-মহাসড়কে কাগজপত্র চেকিংয়ের নামে পুলিশি হয়রানি, চাঁদাবাজি ও মাসিক মাসোহারা বন্ধসহ ১০ দফা দাবি ঘোষণা করা হয়।

এ সময় বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ট্যাংকলরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. রুস্তম আলী খান, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুল মান্নান ও সদস্য সচিব মো. তাজুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসজে/এনএস

কর্মবিরতি বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ট্যাংকলরি শ্রমিক সমন্বয় পরিষদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর