এসডিজি বাস্তবায়নে মহিলা ভাইস চেয়ারম্যানদের মানববন্ধন
১ সেপ্টেম্বর ২০২১ ১৫:৩৭
ঢাকা: সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বাস্তবায়নে ৮ দফা দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশন।
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতির বক্তব্যে ভালুকা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ বলেন, এসডিজি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সক্রিয় অংশগ্রহণের লক্ষ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানরা নির্বাচিত হয়েছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে মহিলা ভাইস চেয়ারম্যানদের কোনো ভূমিকা নেই।
তিনি আরও বলেন, এসডিজি বাস্তবায়নে নারীর ক্ষমতায়নের অধিকার ও সর্বস্তরে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানদের প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমে স্বাক্ষরতা ক্ষমতা বাস্তবায়ন করার দাবি জানাই। এছাড়া উপজেলা পরিষদের উন্নয়ন বাজেটে শতকরা ২৫ শতাংশ নারী উন্নয়ন খাতে মহিলা ভাইস চেয়ারম্যানদের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। কেননা নারীরা পিছিয়ে থাকলে দেশের উন্নয়ন হবে না।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, দিনাজপুর চিরিরবন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লায়লা বানু, পার্বতীপুর উপজেলা পরিষদের রুকসানা বারী রূকু, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ঋতু আক্তার, ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকিয়া পারভিন লাকিসহ প্রমুখ।
সারাবাংলা/এসজে/এসএসএ