Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীমনির রিমান্ডে আইনের অনুসরণ হয়নি: হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২১ ১৪:০০ | আপডেট: ৪ অক্টোবর ২০২১ ২২:৪২

ঢাকা: চিত্রনায়িকা পরীমনিকে রিমান্ডে নেওয়ার বিষয়ে হাইকোর্ট বলেছেন, মামলায় তদন্ত কর্মকর্তা আবেদন করলেন আর বিচারক রিমান্ড মঞ্জুর করলেন, এটা তো সভ্য সমাজে হতে পারে না। রিমান্ডের বিষয়ে একটি গাইড লাইন আছে। কিন্তু সেটা অনুসরণ করেনি।

বুধবার (১ সেপ্টেম্বর) পরীমনির জামিন আবেদন নিয়ে নিম্ন আদালতের আদেশ বাতিল প্রশ্নে রুল শুনানিকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেন।

বিজ্ঞাপন

আদালতে পরীমনির পক্ষে শুনানি করেন আইনজীবী মজিবুর রহমান। রিমান্ডের বৈধতা নিয়ে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও সৈয়দা নাসরিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।

আদালতে শুনানির শুরুতেই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, পরীমনির তো জামিন হয়েছে। তাই রুল এখন অকার্যকর হয়ে গেছে।

তখন আদালত বলেন, জামিন হওয়ায় রুলের একটি অংশ নিষ্পত্তি হয়ে গেছে। আরেকটি অংশ রয়েছে। এ ছাড়া পরীমনিকে বারবার রিমান্ডের বৈধতা নিয়ে আরেকটি আবেদন রয়েছে। সে বিষয়ে আমরা আদেশ দেবো। রিমান্ডের বিষয়ে একটি গাইড লাইন আছে। কিন্তু তারা সেটা অনুসরণ করেনি।

আমরা এ বিষয়ে একটি নির্দেশনা দিতে পারি। আদালত বলেন, কিসের ভিত্তিতে রিমান্ড দিল সংশ্লিষ্ট কোর্টের রেকর্ড কল করতে পারি, ব্যাখ্যা চাইতে পারি।

ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারার (জামিন শুনানি সংক্রান্ত) আবেদনগুলো কত দিনের মধ্যে শুনবেন সে বিষয়ে একটি গাইডলাইন দেওয়া হবে বলে মন্তব্য করেন আদালত।

বিজ্ঞাপন

গতকাল (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এরপর আজ সকালে পরীমনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান।

সারাবাংলা/কেআইএফ/এএম

টপ নিউজ পরীমনি পরীমনির রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর