Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২১ ১১:৩১

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ডেডিকেটেড ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে একজন করোনা ও ৪ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৫ জনের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ৪ জন ভর্তি ছিলেন উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৪ ও জামালপুরের একজন ছিলেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আইসিইউতে ১০ জনসহ করোনা ইউনিটে ১৪৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, নতুন করে ৬১২টি নমুনা পরীক্ষায় ৭৬ জন শনাক্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত করোনায় ২৭২ জন মারা গেছেন।

সারাবাংলা /এসএসএ

ময়মনসিংহ মেডিকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর