Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোহা দূতাবাসে ভারত-তালেবান বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২১ ১৯:৪৬ | আপডেট: ৩১ আগস্ট ২০২১ ২৩:১৬

কাতারের রাজধানী দোহার ভারতীয় দূতাবাসে তালেবানের সঙ্গে দ্বি পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত ওই বৈঠকে তালেবানের পক্ষে তাদের দোহা দফতরের ভারপ্রাপ্ত নেতা শের মোহাম্মাদ আব্বাস স্তানেকজাই এবং ভারতের পক্ষে দোহায় নিযুক্ত রাষ্ট্রদূত দীপক মিত্তাল প্রতিনিধিত্ব করেছেন।

এদিকে, মার্কিন সেনা প্রত্যাহার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভারত এবং তালেবানের মুখোমুখি বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।

এ ব্যাপারে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বৈঠক থেকে ভারতের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছে তালেবান।

পাশাপাশি, আফগানিস্তানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের পাশাপাশি ভারতে আসতে ইচ্ছুক আফগান সংখ্যালঘুদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

রাষ্ট্রদূত দীপক মিত্তাল তালেবান নেতাকে জানিয়েছেন, আফগানিস্তানের মাটি যেন ভারতবিরোধী জঙ্গি কার্যকলাপে ব্যবহার করতে দেওয়া না হয়।

সারাবাংলা/একেএম

কাতার তালেবান দোহা ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর