আজই মুক্তি পাচ্ছেন পরীমনি, আশা আইনজীবীর
৩১ আগস্ট ২০২১ ১৬:০১
ঢাকা: আলোচিত অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি আজই মুক্তি পাবেন বলে আশা ব্যক্ত করেছেন তার পক্ষের আইনজীবী মজিবুর রহমান।
আইনজীবী মজিবুর রহমান জানান, আমরা ইতোমধ্যে জামিননামা (বেইল বন্ড) দাখিল করেছি। কাশিমপুর কারাগারে বার্তা পাঠানো হয়েছে৷ বিচারক জামিননামায় সই করলে আজই তিনি মুক্তি পাবেন।
এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা আড়াইটার দিকে শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুরের আদেশ দেন বিচারক। মানবিক কারণ, অসুস্থতা, ও অভিনয়ের ক্যারিয়ার বিবেচনায় ৫০ হাজার টাকা মুচলেকায় তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়আ।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকাল ৪টার পর পরই বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর আবারও ১৯ আগস্ট একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ১৯ আগস্ট কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
সারাবাংলা/এআই/এসএসএ