Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিত্যক্ত বাড়ি থেকে হোটেল কর্মচারীর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২১ ১৫:২৬

সিরাজগঞ্জ: সলঙ্গা উপজলায় পরিত্যক্ত একটি বাড়ি থেকে সাইদুর রহমান (৪৫) নামে এক হোটেল কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সাইদুর রহমান সলঙ্গা থানার সাতটিকরি তালতলা এলাকার মান্নান হোটেলের কর্মচারী ও রাজশাহীর বাঘমারার সাইপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

ওসি আব্দুল কাদের জিলানী জানান, মঙ্গলবার সকালে হাটিকুমরুল নবরত্ন পাড়ার হাসান আমিনের পরিত্যাক্ত বাড়িতে সাইদুরের মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে নেশা জাতীয় দ্রব্য সেবন করার পর মারা গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

সারাবাংলা/এসএসএ

সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর