পুলিশের ভয়ে নদীতে লাফিয়ে পড়া যুবকের লাশ উদ্ধার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২১ ১৪:৫২ | আপডেট: ৩১ আগস্ট ২০২১ ১৪:৫৩
৩১ আগস্ট ২০২১ ১৪:৫২ | আপডেট: ৩১ আগস্ট ২০২১ ১৪:৫৩
নারায়ণগঞ্জ: সোনারগাঁওয়ে নিখোঁজের একদিন পর ব্রহ্মপুত্র নদ থেকে পারভেজ মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার হরিহরদী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি মুছারচর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সোমবার বিকেলে সাদা পোশাকে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশ দেখে পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদে লাফিয়ে পালিয়ে পড়ে। তাদের দেখে ভয়ে পারভেজও নদে লাফিয়ে পড়ে নিখোঁজ হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ধরনের কোনো অভিযোগ থানায় জানা নেই। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
সারাবাংলা/এএম