Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিন পেলেন পরীমনি

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২১ ১৪:৩৫ | আপডেট: ৩১ আগস্ট ২০২১ ১৫:৩৭

ঢাকা: বনানী থানায় দায়ের করা মাদক মামলায় জামিন পেলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এদিন পরমনির পক্ষে আইনজীবী মজিবুর রহমানসহ অন্যান্য আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। অপরদিকে মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে পুলিশ রিপোর্ট (চার্জশিট) দেওয়ার আগ পর্যন্ত ৫০ হাজার টাকা মুচলেকায় পরিমনির জামিন মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২২ আগস্ট পরীমনির আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। এরপর আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। জামিনের তারিখের বিষয় নিয়ে পরীমনির আইনজীবী উচ্চ আদালতে যান। উচ্চ আদালতের নির্দেশে বিচারক পরীমনির জামিন শুনানির জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেন।

গত ৪ আগস্ট বিকাল ৪টার পর পরই বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর আবারও ১৯ আগস্ট একদিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। রিমান্ড শেষে গত ১৯ আগস্ট কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আরও পড়ুন:

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এসএসএ

জামিন পরীমনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর