জামিন পেলেন পরীমনি
৩১ আগস্ট ২০২১ ১৪:৩৫ | আপডেট: ৩১ আগস্ট ২০২১ ১৫:৩৭
ঢাকা: বনানী থানায় দায়ের করা মাদক মামলায় জামিন পেলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এদিন পরমনির পক্ষে আইনজীবী মজিবুর রহমানসহ অন্যান্য আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। অপরদিকে মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে পুলিশ রিপোর্ট (চার্জশিট) দেওয়ার আগ পর্যন্ত ৫০ হাজার টাকা মুচলেকায় পরিমনির জামিন মঞ্জুর করেছেন আদালত।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২২ আগস্ট পরীমনির আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। এরপর আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। জামিনের তারিখের বিষয় নিয়ে পরীমনির আইনজীবী উচ্চ আদালতে যান। উচ্চ আদালতের নির্দেশে বিচারক পরীমনির জামিন শুনানির জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেন।
গত ৪ আগস্ট বিকাল ৪টার পর পরই বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় ওই বাসা থেকে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর আবারও ১৯ আগস্ট একদিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। রিমান্ড শেষে গত ১৯ আগস্ট কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আরও পড়ুন:
- পরীমনি ৪ দিনের রিমান্ডে
- র্যাবের হাতে আটক পরীমনি
- ‘পরীমনির টাকার উৎস খোঁজা হচ্ছে’
- পরীমনির বাসায় র্যাবের অভিযান চলছে
- এক মাস পর পরীমনির পাশে পরিচালক সমিতি
- পরীমনি ও রাজের বিরুদ্ধে মাদক আইনে মামলা
- পরীমনি আটক, নেওয়া হলো র্যাব সদর দফতরে
- এবার পরীমনি ও রাজকে রিমান্ডে পেল সিআইডি
- আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে: পরীমনি
- পরীমনির বিষয়ে ‘সুনির্দিষ্ট’ অভিযোগ রয়েছে— র্যাব
- পরীমনিকে দেখতে এসে আদালতে যা বললেন শতবর্ষী নানা
- শুধু মদ নয়, পরীমনির বাসায় মিলেছে আরও ভয়ংকর মাদক
- এবার প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় অভিযানে র্যাব
- ‘পরীমনি ইস্যুতে সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে কোনো ভয় নাই
- পরীমনির জামিন আবেদন দুই দিনের মধ্যে নিষ্পত্তি করতে রুল
- বারবার রিমান্ডে পরীমনি, বৈধতা জানতে চেয়ে হাইকোর্টে আবেদন’
সারাবাংলা/এআই/এসএসএ