Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২১ ১৩:৫৫

নোয়াখালী: জেলার সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের চর বাঞ্ছারাম গ্রামে রাস্তার পাশের ডোবা থেকে আব্দুর রহিম (১৮) নামে এক যুবকের পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আব্দুর রহিম উপজেলার আন্ডারচর ইউনিয়নের মাইজচরা গ্রামের হোসেন আহমেদের ছেলে।

ওসি সাহেদ উদ্দিন বলেন, আজ সকালে স্থানীয় এলাকাবাসী নিহত আব্দুর রহিমের পা বাধা মরদেহ রাস্তার পাশে একটি ডোবার মধ্যে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ এখানে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসএসএ

নোয়াখালী যুবকের লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর